গিকবেঞ্চে ১২ জিবি র‍্যামের রিয়েলমি এক্স৩

২২ জুন, ২০২০ ০৩:০৫  
আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রিয়েলমি এক্স৩ সিরিজে নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে। অফিশিয়াল টিজার ভিডিওতে পরবর্তী এই ফ্ল্যাগশিপ তুলে ধরেছে কোম্পানিটি। এছাড়া বিভিন্ন মাধ্যমে ফোনটির নানা তথ্য ফাঁস হয়েছে। এবার গিকবেঞ্চে ফোনটির দেখা মিলেছে। খবর জিএসএম এরিনা। গিকবেঞ্চের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, নতুন এই ফোনটিতে থাকছে ১০৮০*২৪০০ পিক্সেলের ডিসপ্লে। এছাড়া থাকছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট এবং ১২ গিগাবাইটের র‍্যাম। যদিও এর আগে ৮ গিগাবাইট র‍্যামের কথা শোনা গিয়েছিলো। তবে কোম্পানির নাম এবং মাদারবোর্ডের কোডনেম প্রকাশ হওয়ায় এখনও সবগুলো যন্ত্রাংশ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঠিক কি থাকছে এই ফোনে সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিবিটেক/বিএমটি